Friday, June 26, 2009

২১৮৩ সনে ইতিহাস আরো বলবে:

বিশ্বাসঘাতক মঈনের সেনাবাহীনি
নিজেদের দায়ীত্বের কথা ভূলে গিয়ে জেনারেল মঈন সেসময় সিভিলিয়ানদের পিছনে লাগার জন্য তার সেনাবাহীনিকে নির্দেশ দেয়। সেসাথে জাতিসংঘের শান্তিবাহীনিতে অংশগ্রহনের টাকার লোভে মঈনের সেনাবাহীনি তার পেশাদারীত্ব হারাতে থাকে। তাই ২০০৯ সনের ২৫শে ফেব্রুয়ারীতে পিলখানায় আক্রান্ত হলে বিনা প্রতিরোধে অসহায় বালকের মত গুলি খেতে খেতে ৫৮জন সিনিয়র অফিসার মরে যায়। আর সেনাপ্রধান মঈন সাইডলাইনে নিস্ক্রিয় দাঁড়িয়ে থেকে তার এক তৃত্বীয়াংশ অফিসারদের হত্যাকান্ড উপভোগ করতে থাকে। ভারতের সেবাদাস যে সরকারকে জেনারেল মঈন ক্ষমতায় ছলে-বলে-কৌশলে এনে দেয় তারা সেনাবাহীনির অবশিষ্ট অংশকে বানিজ্যিক কাজে লাগিয়ে দিয়ে একদা গৌরবের সেনাবাহীনিকে ধ্বংসস্তুপে পরিনত করে। কার্যত এটা এমন এক সময় যখন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সরকার প্রতিবেশী বিশাল সম্শিলিত ভারতের আগ্রাসনের সামনে প্রতিরোধের বদলে অনুগত ভৃত্যের মত আচরন করে তার সার্বভৌমত্বের ভিত্তিমুল নাড়িয়ে দেয়। এবং তার পরবর্তী একশ ষোল বছর ধরে এ জাতিকে ভারতের বিরুদ্ধে জাতীয় মুক্তি সংগ্রামে নামতে বাধ্য করে।

No comments: